ভবিষ্যত প্রজন্মকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই ভবিষ্যত প্রজন্মকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই -আব্দুল মান্নান এমপি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, ভবিষ্যত প্রজন্মকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা একটি দেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষ মর্যাদায় আসীন করতে পারে। তিনি বিগত সময় সোনাতলায় তাঁর মাধ্যমে খেলাধুলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি সোনাতলা স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচ নির্মানসহ বিভিন্ন খেলাধুলা আয়োজনের কথা বলেন। তিনি আরও বলেন, সোনাতলার খেলাধুলার উন্নয়ণে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি অচিরেই সোনাতলা স্টেডিয়ামে গ্যালারী নির্মাণসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। বৃহস্পতিবার বিকেলে সোনাতলা স্টেডিয়ামে সোনাতলা ক্রিকেট বোর্ডের আয়োজনে ইউএনও কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সোনাতলা ক্রিকেট বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী,সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারন সম্পাদক ও সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু,উপজেলা নির্বাহী অফিসার পতœী সাদিয়া রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শামসুল হক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, তাহেরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক ও পাকুলা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত,জোড়গাছা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান রোস্তম আলী,দিগদাই্ড় ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলী তৈয়ব শামীম,মধুপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, সোনাতলা ক্রিকেট বোর্ডের সাধারন সম্পাদক নিপুন আনোয়ার কাজল। অনুষ্ঠান পরিচালনা করেন সোনাতলা ক্রিকেট বোর্ডের সাংগঠনিক সম্পাদক জাহিনুর ইসলাম। ফাইনাল খেলায় বগুড়া ক্রিকেট সংঘ ৭০ রানে সোনাতলা এমএ কাফী একাদশকে পরাজিত করে। এর আগে প্রধান অতিথি পৌর এলাকার কামারপাড়ায় বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন এবং পৌর অডিটোরিয়ামে দুস্থ অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন,ঢেউটিন,হুইল চেয়ার,অনুদানের চেক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও বেঞ্চ বিতরন করেন।