মহান বিজয় দিবস উপলক্ষে লাহিড়ীপাড়ায় গরীব ও দুঃস্থ্যদের মাঝে ফ্রি চিকিৎসা প্রদান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:51 PM, 20 December 2015

 

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের দুঃস্থ্য ও গরীব দুঃখীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
ডাঃ মিল­াদুর রহমান বাবুর আয়োজনে ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় উক্ত ফ্রি চিকিৎসা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাছের ইঞ্জি: আপেল মাহমুদ। চিকিৎসা প্রদান করেন ডাঃ গোলাম মোহাম্মদ সরকার, ডাঃ আশিকুর রহমান, ডাঃ সুলতানা রাজিয়া সুফী, সুরাইয়া আকতার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মুঞ্জুরুল আলম মঞ্জু, বিশিষ্ট পল্ট্রি ব্যবসায়ী আল আমিন, সোমাটেকের জোনাল সেল্স ম্যানেজার তারিক আহম্মেদ, আল-আমিন, কুতুব উদ্দিন, দিপুজার রহমান, ইকবাল হোসেন, এনায়েতউল­াহ খান শান্তু।

আপনার মতামত লিখুন :