মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া সদরের রামশহরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোকুল ইউপি সদস্য ফারাইজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবক রফিকুল ইসলাম। সার্ভেয়ার আমিন আরিফুল ইসলাম এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি, ফাই ফাই পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী জিলুর রহমান বাবু, মহাস্থান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজু, লুৎফর রহমান, শহিদুল ইসলাম, আলী হায়দার পলাশ, জাকির হোসেন, আব্দুর রহিম রিপন, শহিদুল ইসলাম, আফজাল হোসেন মাস্টার, আব্দুস সাত্তার মাস্টার, নিজামুল ইসলাম লিজু, মাহবুবুল আলম মিন্টু, নাসির উদ্দিন, আব্দুর রহিম রুবেল, সোহরাব হোসেন শামীম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি এলাকার জনসাধারণ উপভোগ করেন।