মহাস্থানগড় ইসলামী মানব কল্যান পরিষদের উদ্যেগে গরীব দুঃস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:57 PM, 24 January 2017

মহাস্থান( বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বাদ আছর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ইসলামী মানব কল্যান পরিষদের উদ্যেগে এলাকার গরীব ও দঃস্থ্য শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

অত্র পরিষদের সভাপতি সমাজ সেবক আলহাজ্ব সাখাওয়াত হোসেন বারীদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করেন রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র পরিষদের সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ রিজু।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা,আলাউদ্দিন,ছানাউল হক ছানা,তোতা মিয়া,আব্দুল ওয়াহাব বাদল,অত্র পরিষদের কোষাধক্ষ্য আব্দুল হামিদ,মোকছেদুর রহমান দুলাল,হাফেজ মাওঃ আব্দুল হামিদ,প্রচার সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান সাজু,নির্বাহী সদস্য এস আই সুমন,নুরনবী রহমান,আজিজুল হক বিপুল সহ সকল সদস্য বৃন্দ।

আপনার মতামত লিখুন :