মহাস্থানগড় মাজার ঈদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:25 PM, 28 November 2015

আব্দুল বারী মহাস্থান (বগুড়া)প্রতিনিধিঃ গতকাল রাত ১০টায় বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় শাহ সুলতান বল্খী (রহঃ) মাজার ঈদগাহ ময়দানে ইসলামী মানব কল্যাণ পরিষদ- এর উদ্যোগে তাফসিররুল কোরআন মাহফিলে ইসলামী মানব কল্যাণ পরিষদের সহ সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন। তিনি বলেন, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ইসলাম ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষ সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়,পাপ কাজ ও অন্যায় থেকে বিরত থাকে। তাই জগণের শান্তি ও দূর্নীতি প্রতিরোধে ইসলাম ধর্ম শিক্ষা বিকল্প নেই । তিনি সকলকে দেশ ও জনগনের কল্যানে কাজ করার আহবান জানান।

আপনার মতামত লিখুন :