মহাস্থানের অদূরে বগুড়া-রংপুর মহাসড়কে কোচ উল্টে নিহত ৩ আহত ২০
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার দুপুর ১২ টায় মহাস্থানের অদূরে বগুড়া-রংপুর মহাসড়কের সদরের দিঘলকান্দি (মাঝি) পাড়া নামক ন্থানে ট্রাকের ধাক্কায় কোচ উল্টে নিহত ৩, আহত ২০ জন।
জানা গেছে বগুড়া সদরে লাহিড়ীপাড়া ইউনিয়নের বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থানের অদূরে মাঝি পাড়া নামক ন্থানে গাইবান্ধা থেকে ঢাকা গামী (ঢাকা মেট্রো-ব-১১-৬৩৯৩ শাওন এন্টার প্রাইজ) কোচে রংপুর গামী একটি ট্রাক ধাক্কা দিলে কোচ উল্টে গিয়ে ঘটনাস্থলে অজ্ঞাতনামা কোচ যাত্রী দুই জন মারা যায়। এক জনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এঘটনায় কোচে থাকা প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার সাথে সাথে শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শারিফুল ইসলাম জিন্নাহ, সারিয়াকান্দি-সোনাতলা আসনের এমপি আব্দুল মান্নান, বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, বগুড়া এ সার্কেল, শিবগঞ্জ থানার ওসি ও সদর থানার ওসি সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে করে দূরপালার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। আহতদেরকে চিকিৎসার জন্য বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কমকর্তা শাহানা আখতার জাহান ৭জনকে ৭০ হাজার টাকা এবং মৃত্যু ব্যক্তিদের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য যে, মৃত ব্যক্তিদের পরিচয় না পাওয়ায় তাদের পরিবার পক্ষ থেকে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।