মহাস্থানের মাদক সম্রাট রুবেল হেরোইন সহ আটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:08 PM, 07 March 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: শনিবার রাত অনুমানিক এগারোটায় বগুড়ার আর্মপুলিশ ব্যাটালিয়ান মহাস্থানে এক অভিযান চালিয়ে এলাকার হিরোইন সম্রাট রুবেলকে আটক করে থানায় সোপর্দ করেছে।

জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ্ উপজেলার মহাস্থানে আর্মপুলিশ ব্যাটালিয়নের এএসপি এস.এম শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মহাস্থান এলাকার বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে থেকে হেরোইন বিক্রি করার সময় এলাকার বিশিষ্ট হেরোইন সম্রাট মহাস্থান গ্রামের মৃত ছবের আলীর পুত্র রুবেল (২৮) কে ২৫গ্রাম হেরোইন সহ আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করে। হেরোইনের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। রুবেল দীর্ঘদিন ধরে এ এলাকায় হেরোইন ও ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ভারত থেকে আমদানি করে মহাস্থান এলাকায় বিক্রি করে আসছিল। উলে­খ্য, বগুড়ার কথিত জনৈক এক সাংবাদিক শ্যালক রুবেল। কথিত ওই সাংবাদিকের ছত্রছায়ায় সে দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেটে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রি করছিল। অভিযানের সময় এএসপির সঙ্গে ছিলেন এস.আই হাসানুল কবির সহ অন্যান্য সদস্য। মামলাটি শিবগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কালাম জানান, মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এলাকাবাসী তার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। মাদক সম্রাট রুবেলকে কঠিন শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

আপনার মতামত লিখুন :