মহাস্থানে বরফ কলের পানি জমে রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি প্রতিবাদে মহাসড়ক অবরোধ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:17 PM, 23 June 2016

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বুধবার সকালে মহাস্থানে বগুড়া রংপুর মহাসড়ক ১ ঘন্টা অবরোধ, যাত্রীদের চরম দূর্ভোগ।

জানাগেছে, বুধবার সকালে বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান বগুড়া রংপুর মহাসড়ক সকাল ১০,৩০ টাঃ থেকে ১১,৩০ টাঃ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে মহাস্থান মাজার ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্যগন তাদের দোকানের সামনে মহাস্থান ত্রিমোহনীতে চানবক্স এন্ড অপু ট্রেডার্সের বরফ কল দ্বারা সৃষ্ট কৃত্রিম উপায়ে পানি উত্তোলন করে বরফ তৈরি করে। এর ফলে মহাস্থান ত্রিমোহনী, মাজার রোড শিবগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তায় পানি জমে থাকে। পানির নিস্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যবসায়ী, ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের ও সাধারন জনগনের দূর্ভোগ সৃষ্টি হয়। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় পানি জমে থাকার কারনে ব্যবসায়ীকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা মহাসড়ক আবরোধ করলে শিবগঞ্জ উপজেলার ভূমি কর্মকর্তা রাজিয়া সুলতানা ঘটনাস্থলে পৌছে বরফ কলের প্্েরাঃ সাইফুল ইসলাম ইন্নাকে পানি নিস্কাশনের ব্যবস্থা না করা পর্যন্ত বরফ কল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এবং ৩ দিনের সময় নির্ধারন করে দেন। এর ব্যতিক্রম হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান। এর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আবরোধ তুলে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আহসান হাবিব, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা ফুয়াদ হোসেন, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহেম্মদ রিজু সহ মহাস্থান বাজার ও মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :