মহাস্থানে সাংবাদিক সাজুর দুরদর্শিতায় বিদ্যুৎ সর্ট থেকে প্রাণে বেঁচে গেল শিশু জনি
মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান দক্ষিণপাড়ায় সাংবাদিক সাজুর দুরদর্শিতায় বিদ্যুৎ সর্ট থেকে প্রাণে বেঁচে গেল শিশু জনি (১০)।
ঘটনার বিবরণে প্রকাশ বুধবার বিকালে গড় মহাস্থান দক্ষিণপাড়ার আনোয়ারের বাড়ির দক্ষিণ পার্শ্বে ঝড়ে বিদ্যুৎতের তার জমিতে পড়ে যায়। বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারিদের অবহেলায় তা সংস্কার না করলে তারটি জমিতেই পড়ে থাকে। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫মিনিটে মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু ঐ পথ দিয়ে যাওয়ার সময় কটকটি তৈরির করখানার শ্রমিক জিন্না মিয়া ও রওশনারার শিশু পুত্র জনি (১০) জমির মধ্যে সিসার তার পড়ে থাকতে দেখে সে তারটি জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে ছটফট করতে থাকে। তৎক্ষনাৎ সাংবাদিক সাজু পাশের বাড়ি থেকে একটি শুকনা বাঁস নিয়ে এসে তারটিতে সজোরে আঘাত করলে শিশুটি বিদ্যুতের তারের কাছ থেকে ছটকে পড়ে আলাহর রহমতে প্রাণে বেঁচে যায়। শিশুটি বেঁচে যাওয়ায় তার গরীব পরিবারের লোকজন সাংবাদিক সাজুকে ধন্যবাদ জানায় এবং আলাহর শুকরিয়া আদায় করে। শিশুটি এখন সুস্থ্য রয়েছে।