মহাস্থান উত্তরপাড়া হাফেজিয়া মাদ্রাসায় তাফসীর মাহফিল অনুষ্ঠিত
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার দিবাগত রাতে মহাস্থাগড় উত্তরপাড়া ফোরকানিয়া, হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ১৬তম তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আব্দুস সাত্তার এর সভাপতিত্বে উক্ত তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআন ও হাদীসের আলোকে আমাদেরকে জীবন যাপন করতে হবে। তবেই আমরা পরকালে শান্তি ও আখিরাতে মুক্তি লাভ করতে পারবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাম্মাদ আলী, সমাজ সেবক নাসির উদ্দিন, আলমগীর হোসেন, বেলাল হোসেন, আক্কাস আলী, ইমদাদুল হক, আব্দুলাহ আল তৌফিক, বুলবুল আহম্মেদ রনি, আলাউদ্দিন, সাংবাদিক মাহফুজ মন্ডল, মোশারফ হোসেন, আবুল হোসেন, শাহজাহান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।