মহাস্থান পিক-আপ চালক কল্যান সমিতির ক্যাশিয়ার রাজু’র অকাল মৃত্যতু ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:36 PM, 27 May 2019

সোমবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পিক-আপ চালক কল্যান সমিতির ক্যাশিয়ার এখতে
খায়রুল হাসান রাজু’র অকাল মৃত্যতু গভীর ভাবে শোকাহত পরিবারের মঙ্গল কামনা করে ইফতার ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পিক-আপ মালিক
সমিতি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল,এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা
যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা যুবলীগ নেতা রাহাত,৫নং ওয়ার্ড যুবলীগ
সভাপতি মোস্তাফিজের রহমান বাবু,মহাস্থান
পিক-আপ মালিক সমিতি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল
ইসলাম,
সহ-সভাপতি শাহীন সরদার,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম(জুয়েল),হারুন অর রশিদ কাঁচা মাল
ব্যবসায়ী মহাস্থান,
রাজা মিয়া পরিবহন ব্যবসায়ী,রানা ফকির সাবেক ইউপি সদস্য, মিলন,রানা,রহমতুল ইসলাম মনি,ছোট
মোহন, আলিম,কুদ্দুস সহ পিক-আপ মালিক সমিতির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :