মহাস্থান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ইসলামী ব্যাংক মহাস্থান শাখার পক্ষথেকে সংবর্ধনা
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ইসলামী ব্যাংক মহাস্থানগড় শাখার পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মহাস্থান শাখার ম্যানেজার আইয়ুব আলীর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহাস্থান প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। তিনি বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে হবে। বিশেষ করে অত্র এলাকার সাংবাদিকদেরকে পুন্ড্রবর্ধন নগরী মহাস্থান গড়ের সঠিক ইতিহাস লেখনির মাধ্যমে দেশ বিদেশের কাছে তুলে ধরতে হবে। যাতে করে পর্যটকেরা পুন্ড্রনগর মহাস্থানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক অফিসার ফেরদৌস জামান, আরিফ আহম্মেদ, আব্দুর রহমান সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচরী বৃন্দ এবং মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সিনিয়র সহ সভাপতি শমশের নূর খোকন, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, ধর্মীয় সম্পাদাক ফজলুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাকিউল ইসলাম সাকিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানাউল হক সানা, সাংবাদিক এস আই সুমন, শাফায়াত সজল, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান, আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।