মহাস্থান প্রেস ক্লাবের পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:21 PM, 26 October 2015

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সকালে মহাস্থান প্রেস ক্লাবের পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য উদঘাটন হওয়া সম্ভব। আমি শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রেস ক্লাবের সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করি যাতে করে আমার দায়িত্ব পালন কালে উপজেলা উন্নয়নে সকল সরকারী দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি ।এ সময় উপস্থিত ছিলেন, মহাস্থানের যাদুঘরের কাস্ট্রোডিয়ান মজিবুর রহমান, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহাস্থান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ফিরোজ আহম্মেদ রিজু ও ইউপি সদস্য এবং সচিব কর্তৃক সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সিনিয়র সহ সভাপতি শমশের নূর খোকন, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, ধর্মীয় সম্পাদাক ফজলুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাকিউল ইসলাম সাকিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানাউল হক সানা, আকাশ, এটি বাবু,আবু সাঈদ, এস আই সুমন, শাফায়াত সজল, আমিনুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :