মহাস্থান সন্ধ্যানী লাইফ ইন্সুরেস কোম্পানী লিঃ চেক বিতরণ

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি গতকাল দুপুরের বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান সন্ধ্যানী লাইফ ইন্সুরেস কোম্পানী লিঃ মহাস্থান শাখা কর্তৃক ট্রাক চালক কল্যান সমিতির সদস্য সিদ্দিক রহমানের একটি এস.বি চেক প্রদান করা হয়। চেক প্রদান করেন অত্র শাখা ব্যবস্থাপক আজিজুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন অত্র শাখার ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, সুমি খাতুন, মোহাম্মদ আলী, আবু রায়হান, গোলাম হোসেন, বাবলু মিয়া ,মিষ্টার রহমান, আব্দুল রাজ্জাক, আব্দুর রহিম, খোকন প্রধান সহ প্রমূখ।