মহাস্থান হাউসী পাগলীর মাজারে ভক্ত আশেকানদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রহ:) এর মাজার শরীফের পাদদেশে অবস্থিত হাউসী পাগলীর মাজারে তার স্মরণে বুধবার গভীর রাতে ভক্ত আশেকানরা এক দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান মাজার এর প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন , আহবায়ক হামিদুল হক হামু মামা, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, জিন্নাহ্ মিয়া, এমদাদুল হক মিলন, শাহ রাজু আহম্মেদ রোজেন, মোশারফ হোসেন।