মহিমাগঞ্জে বন্ধন মানব কল্যাণ সংস্থার উদ্দ্যোগে ক্রিকেট ওয়ানডে ম্যাচের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ মাদক কে না বলুন ,ক্রীড়াকে কে হ্যা বলুন এই স্লোগান কে সামনে রেখে বন্ধন মানব কল্যাণ সংস্থা মহিমাগঞ্জ শাখার উদ্দ্যোগে ক্রিকেট খেলার শুভ উদ্বোধন।এ সময় উপস্থিত ছিলেন আবু সুফিয়ান সুজা সভাপতি, রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রম বিষয়ক সম্পাদক, এম মোফাজ্জল হোসেন আহব্বায়ক, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদল
সাজ্জাদ হোসেন সাগর যুগ্ন-আহ্বায়ক, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদল।
খেলায় অংশ গ্রহণকারী দলের সংখ্যা ৪ টিম। মোট ৮ ম্যাচ খেলা হবে মহিমাগঞ্জ রংপুর সুগার মিল মাঠে।সব খেলা খবর প্রকাশ করবে সংবাদ আজকাল অনলাইন পত্রিকা।
১ম ম্যাচে বগুড়া ডায়নামিক ক্রিকেট একাডেমিকে ১৮ রানে হারিয়েছে মহিমাগঞ্জ জি.কে.আর.সি.সি।
দিনের ২য় ম্যাচে মহিমাগঞ্জ ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাইবান্ধা ফেন্ডস্ ক্রিকেট ক্লাব।