মাদক মুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক র্চ্চা করা দরকার ………. শাহজাহান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:08 PM, 03 February 2016

আ: বারী মহাস্থান বগুড়া প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় বগুড়া সদরের নুনগোলা ইউনয়নের আশোকোলা মধ্যপাড়া শান্তি সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মন্ডল।

প্রধান অতিথি বলেন, সুন্দর সমাজ গঠনে ও মাদক মুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক র্চ্চা করা দরকার। খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে তাই যুব সমাজকে সঠিক ভাবে গড়ে উঠে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নুনগোলা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, সার্ভেয়ার ও সমাজ সেবক আনোয়ার হোসেন মতিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল­াহ আল মামুন, মিলন, অত্র ক্লাবে সভাপতি রাফিউল ইসলাম,সাধারণ সম্পাদক এমদাদুল হক,আপেল মাহমুদ, রাজ্জাক, রহমান,রকিব, ফারুক, হারুন, ফাইন, পিয়াস, হিলেল, আইজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পারভেজ ।

আপনার মতামত লিখুন :