মা,বোন সমাবেশে- আব্দুল মান্নান এমপি মায়েরা অগ্রনী ভূমিকা পালন করলে ছেলে-মেয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:28 PM, 20 November 2015

 

সংবাদ আজকাল ঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। মায়েরা সন্তানদের যেভাবে কাছে থেকে পর্যবেক্ষন করতে পারে অন্য কারো দ্বারা তা সম্ভব নয়। তিনি আরও বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বছরের প্রথমেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে, ছাত্রীদের উপবৃত্তি প্রদান করে, পড়াশুনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে এ সরকার ইতিহাস সৃষ্টি করেছে। শিক্ষা ক্ষেত্রে সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সোনাতলায় উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, সোনাতলায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হয়েছে। নারী শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠা করা হয়েছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও আব্দুল মান্নান বালিকা বিদ্যালয়। অনার্স কোর্স চালু করা হয়েছে সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে। প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে নির্মান করা হয়েছে একাডেমিক ভবন। শুক্রবার সকালে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের মা- বোন সমাবেশ ও মেধাবী ছাত্রী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কলেজ গভনিং বডির সাবেক সভাপতি ,আজীবন দাতা সদস্য ও সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দীন, পুলিশ সুপার আসাদুজ্জামান ও সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান, কলেজ গভনিং বডির সভাপতি প্রফেসর রফিকুল আলম বকুল, অধ্যক্ষ এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহানাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল ইসলাম, হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মাসুদ, সহকারি অধ্যাপক রবিউল আউয়াল বিপ্লব। প্রধান অতিথি কলেজের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। এছাড়াও প্রধান অতিথি মেধাবী ছাত্রীদের পুরস্কার প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :