মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে সোনাতলায় সাংবাদিক সম্মেলন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে রোববার সকালে সোনাতলায় মুক্তিযোদ্ধা সেবা সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে যাচাই-বাছাই কমিটির তালিকা থেকে বাদ পড়া সোনাতলার মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ জানুয়ারী তারিখে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় যাচাই-বাছাই কমিটি কর্তৃক যাচাই-বাছাইয়ের প্রেক্ষীতে স¤প্রতি একটি তালিকা উপজেলা পরিষদ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় প্রদর্শন করা হয়েছে। ওই তালিকাতে উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছে। গেজেট, সাময়িক সনদপত্র,মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদপত্র ও অন্যান্য সঠিক কাগজ-পত্রাদি থাকা সত্বেও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে বিবেচনায় রেখে প্রতিদ্ব›দ্বী ও তাদের সমর্থক, ভাতাভূক্ত ৮০ জন প্রকৃত মুক্তিযোদ্ধাকে বাদ দেয়া হয়েছে। যাচাই-বাছাইকালীন সময়ে উপরে উলেখিত ব্যক্তিদের কোন স্বাক্ষী গ্রহন করা হয় নাই, কোন কাগজপত্র পর্যালোচনা করা হয় নাই। যাচাই-বাছাই কমিটির উপজেলার সংশ্লিষ্ট সদস্যগণ মনগড়া ও আক্রোশমূলকভাবে সিদ্ধান্ত নিয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মকছুদার রহমান খাঁন,শাহাজুল ইসলাম গাজী, আব্দুল হামিদ মন্ডল, দৌলতজামান, ছালজার রহমানসহ তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধাগণ।