যতই বন্যা আসুক কেউ না খেয়ে থাকবেনা – আব্দুল মান্নান এমপি
সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন,যতই বন্যা আসুক শেখ হাসিনা সরকারের আমলে কেউ না খেয়ে থাকবেনা,বাংলার জনগন আর কষ্টে থাকবেনা বন্যা মোকাবেলায় বাংলাদেশের বন্যা কবলিত এলাকাতে মুজিব টিলা করা হবে। বন্যা আসলে মানুষসহ গবাদীপশু সেখানে আশ্রয় নিতে পারবে। গতকাল বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্লা ,মধুপুর ও তেকানী চুকাইনগর এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে জি আর চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তার সাথে ছিলেন, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাসিন,বগুড়া জেলা পরিষদের সদস্য সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী,এ্যাড. মিনহাদুজ্জামান লিটন,সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্তা জিয়াউর রহমান, মধুপুর ইউপি চেয়ারম্যান অসিম কুমার জৈন্য নতুন,পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত,তেকানী ইউপি চেয়ারম্যান ,সামছুল মাস্টার,যুবলীগনেতা ফিদা হাসান খান টিটো,স্বেচ্ছাসেবকনেতা শাহনেওয়াজ তালুকদার বাবু প্রমূখ। পরে পাকুল্লা ইউনিয়নের ১ হাজার ,তেকানী চুকাইনগর ইউনিয়নে ১২শত ও মধুপুর ইউনিয়নে ৩শত পরিবারের মাঝে ১০ কেজি করে ৩০ মেট্রিক টন জি আর চাল বিতরন করেন।