যুগে যুগে মানুষকে আলোর পথ দেখাতে বিভিন্ন সময়ে মহা মানবের আগমন ঘটেছে – উপজেলা চেয়ারম্যান জাকির

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:53 PM, 06 December 2016

সোনাতলা( বগুড়া )প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা পাকুল্লা ইউনিয়নের মাঝি পাড়া গ্রামে হিন্দুধর্মলাম্বীদের উদ্যোগে তিনদিন ব্যাপী হরিবাসর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ,উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , যুগে যুগে মানুষকে আলোর পথ দেখাতে বিভিন্ন সময়ে মহা মানবের আগমন ঘটেছে । এসময় তিনি হরিবাসর উপলক্ষে উপজেলা পরিষদ থেকে ৩৫হাজার টাকার অনুদান দেওয়ার কথা বলেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসরাম খান নিপু,পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হুমায়ন কবির, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুন,বিএনপি নেতা বাটালু,স্বেচ্ছাসেবকদলের নেতা আলী আহসান নারুনসহ পাকুল্লা ইউনিয়ন বিএনপি,যুবদল স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান জাকিরের উপস্থিতিতে ওই এলাকায় সাধারন মানুষরা পুরো এলাকা শ্লোগনের মূখরিত করে তাদের প্রিয় নেতা কে তাদের মাঝে পেয়ে এক পর্যায়ে আনন্দ মিছিলে পরিনত হয় ।

আপনার মতামত লিখুন :