যুবলীগ কর্মী রতন হত্যার ৪ আসামী গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:05 PM, 11 June 2019

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: গত ২০-০৫-২০১৯ ইং তারিখ বিকাল ৪টা ৪৫
মিনিটে সারিয়াকান্দি রামচন্দ্রপুরে যুবলীগ কর্মী রতন (৩২) পিতা ইদ্রিস আলী
হত্যার ৪ আসামী গ্রেফতার। জানা যায় গত রাতে গোপন তথ্যের ভিত্তিতে
সারিয়াকান্দি থানা পুলিশ বগুড়ার শাকপালা বাসস্ট্যার্ন্ড একটি হোটেল থেকে
ইজাহার ভুক্ত আসামী মো: রনি (২৩) পিতা ফজলু, মিজানুর রহমান (২৪) পিতা
গেদা প্রাং, লিচু (২৩) পিতা লোকমান, জহুরুল ইসলাম (২৩) পিতা বিশু সর্ব সাং
কাটাখালী,থানা সারিয়াকান্দি,জেলা বগুড়া। সারিয়াকান্দি থানার এস আই রাজ্জাক এর নেতৃর্ত্বে সংগীয় র্ফোস সহ উক্ত আসামী গনকে গ্রেফতার করতে
সক্ষম হয়। গ্রেফতার কৃর্তদের থানায় আনার পর জেল হাজুতে প্রেরণ করেন। এর
আগে গত ২৭-০৫-২০১৯ ইং তারিখ এস আই আব্দুর রাজ্জাক এর নেতৃতে
চট্টগ্রাম থেকে আসামী ছনি (২৮) পিতা ফজলু কে গ্রেফতার করে জেল হাজুতে
প্রেরণ করা হয়। সারিয়াকান্দি থানা মামলা নং-১২

আপনার মতামত লিখুন :