রাকাব গাবতলী শাখায় ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ মধুমাস-১৪২৩ উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার রাকাব বগুড়ার গাবতলী শাখায় আনুষ্ঠানিকভাবে ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাকাব গাবতলী শাখার ব্যবস্থাপক মাহমুদুল আলমের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএও মুহাঃ আহসান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন রাকাব গাবতলী শাখার ২য় কর্মকর্তা সামসাদ, উর্ধ্বতন কর্মকর্তা আমিরুল ইসলাম, কর্মকর্তা আনিছুর রহমান, জিলুর রহমান, কেএম মেহবুব আলী এবং অফিস সহায়ক তৈয়ব আলী। ঋণ আদায় মহাক্যাম্পে ১’শ ১৪জন ঋণ গ্রহীতার নিকট থেকে মোট ৬১লাখ টাকা আদায় করা হয়। এরমধ্যে শ্রেণীকৃত ঋণ ৪লাখ এবং সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ ৪৪লাখ টাকা। রাকাব গাবতলী শাখার ব্যবস্থাপক মাহমুদুল আলম বলেন, প্রতিশ্র“তি মোতাবেক যে সব খেলাপী ঋণ গ্রহীতা গতকালের ঋণ আদায় মহাক্যাম্পে ঋণ পরিশোধ করতে পারলেন না তাদেরকে আগামী ২৫মে অনুষ্ঠিতব্য মহাক্যাম্পে সমুদয় অর্থ পরিশোধ করতে হবে।