রামেশ্বরপুর হাইস্কুলের অভিভাবক সদস্য মফিদুল ইন্তেকাল
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মফিদুল ইসলাম গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় হৃদক্রিড়া বন্ধ নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন ইন্না লিলাহী …..রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছেল ৪০বছর। সে স্ত্রী, ১পুত্র, ১কণ্যা, বাবা,ভাই,বোন,বন্ধু-বান্ধন পাড়া প্রতিবেশী আতœীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অদ্যই বাদ এশা জানাযা শেষে তাকে তার মায়ের কবরের পাশে দাফন সম্পর্ন করা হয়। তার রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ কান রবিন,প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনার রশিদ, অভিভাবক সদস্য নুর ইসলাম বকুল,আবুল কালাম আজাদ,সহকারী প্রধান শিক্ষক সাইফুলাহ খালেদ,রফিকুল ইসলাম,জমির উদ্দিন,আবু সাইদ প্রমূখ।