রামেশ্বরপুর হাইস্কুলের অভিভাবক সদস্য মফিদুল ইন্তেকাল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:36 PM, 02 March 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মফিদুল ইসলাম গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় হৃদক্রিড়া বন্ধ নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল­াহী …..রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছেল ৪০বছর। সে স্ত্রী, ১পুত্র, ১কণ্যা, বাবা,ভাই,বোন,বন্ধু-বান্ধন পাড়া প্রতিবেশী আতœীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অদ্যই বাদ এশা জানাযা শেষে তাকে তার মায়ের কবরের পাশে দাফন সম্পর্ন করা হয়। তার রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ কান রবিন,প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনার রশিদ, অভিভাবক সদস্য নুর ইসলাম বকুল,আবুল কালাম আজাদ,সহকারী প্রধান শিক্ষক সাইফুল­াহ খালেদ,রফিকুল ইসলাম,জমির উদ্দিন,আবু সাইদ প্রমূখ।

আপনার মতামত লিখুন :