রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চুন্নুর ধানের শীষ প্রতীকে ০৭নং ওয়ার্ডে বাড়ী বাড়ী গণসংযোগ

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চুন্নুর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মঙ্গলবার বিকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ড চন্ডিহারা, নিমারপাড়া, করতকোলা গ্রামে বাড়ী বাড়ী গিয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি শাহিন, যুগ্ম সাধা: সম্পাদক হাফিজুর রহমান হিরু, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিদুল ইসলাম, থানা যুব দলের যুগ্ম সাধা: সম্পাদক শেমিল আহম্মেদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, বেলাল হোসেন, ইউপি সদস্য শাহজামাল, হাসিন উদ্দিন স্বপন, মকুবল হোসেন, আইফুল ইসলাম, নেছারুল ইসলাম, আমিনুল ইসলাম মিঠু, জুলফিকার আলী ভুট্রা, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, রফিক ড্রাইভার, আমজাদ ড্রাইভার, কামরুল ইসলাম, টুকু মিয়া, নিজাম উদ্দিন, আব্দুল হান্নান, রাজু আহম্মেদ, যুবদল নেতা মিলু, রায়হান, আজিজার, সোহাগ, রকি, ডাবলু, হাসান, শামিম, ছাত্রনেতা জাদিদ, সনি, ইমরান, রনি, সোহাগ, রিজু, আতিক প্রমুখ। গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চুন্নু বলেন আগামী ৩১শে মার্চ দলমত নির্বিশেষে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমি নির্বাচিত হলে রায়নগর ইউনিয়নের উন্নয়নে কাজ করবো ও আপনাদের সুখে-দু:খে পাশে থাকবো।