রুহিয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:59 PM, 11 October 2019

মোঃ আব্দুল কাদের
জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা হয়েছে।১১ অক্টোবর বিকাল ৪টায় এসভা অনুষ্ঠিত হয়।

সভায়২১নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্থ সারথি সেন সভাপতি আওয়ামীলীগ রুহিয়াথানা শাখা, প্রধান আলোচক, মোঃ আবু সাঈদ বাবু ,সাধারণ সম্পাদক আওয়ামীলীগ রুহিয়া থানা শাখা,সিমান্ত কুমার বর্মন চেয়ারম্যান ২১নং ঢোলারহাট ইউনিয়ন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ২১নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানমিঞা, র্মাচাল্লো দাস, দিলিপরায়, সুরেশ রায়, কংরেজরায়, জুলফিকার ইসলাম, বিধান, অশ্বনী রায় সহ প্রায় শতাধিক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :