লাখো দর্শকের উপস্থিতিতে সোনাতলায় জাকজমক ভাবে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে সোনাতলা স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আব্দুল মান্নান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমূখর পরিবেশে লাখো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে ফাইনাাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় দেশী-বিদেশী খেলোয়ারের সমন্বয়ে গঠিত বালুয়া ইউনিয়ন একাদশ ও সোনাতলা পৌরসভা একাদশ অংশগ্রহন করে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ও বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে বলেন,সুস্থ্য ও সুশৃঙ্খল সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই।যুব সমাজকে মাঠ মূখী করার লক্ষ্যে েেসানাতলায় একটি উন্নত মানের আধুনিক স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে এর জন্য উপজেলায় ৩ একর জমি খোজা হচ্ছে। এছাড়াও সোনাতলায় বছরব্যাাপী বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এ্যাড. মিনহাদুজ্জামান লীটন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু। এ সময় উপস্থিত ছিলেন ওসি আব্দুল মোতালেব,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আওয়ামীলীগ নেতা রেজাউল হক রাজু,বিশিষ্ট সমাজ সেবক শাহিদুল বারী খান রব্বানী ,অধ্যক্ষ আব্দুল মালেক, নবীন আনোয়ার কমরেড,শাহজাহান আলী খন্দকার, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম,তাহেরুল ইসলাম, বালুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন আঞ্জু,তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দীন আকন্দ,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, আব্দুল আজিজ মন্ডল,মশিউর রহমান রানা প্রমূখ। নির্ধারিত সময়ে কোন দল গোল দিতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে উভয়ে ড্র হলে পরে দ্বিতীয়অর্ধে টাইব্রেকারে ১-০ গোলে বালুয়া ইউপি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।