লাহিড়ীপাড়ার ডেকড়া নবীন সংঘের উদ্যোগে ফাইনাল ক্রিকেট খেলা ও পুরস্কার বিতরন
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বগুড়া সদরের লাহিড়ীপাড়া ডেকড়া পূর্বপাড়া নবীন শান্তি সংঘের আয়োজনে ফাইনাল শটপিছ ক্রিকেট খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আজাদুর রহমান মকবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র সরকার। এসময় লাহিড়ীপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম ঈদুল,ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাকছুদুর রহমান রকি,আ’লীগনেতা সাজু মিয়া,ইউপি সদস্য নান্টু মিয়া,কল্পনা বেগম,সমাজসেবক দবির উদ্দিন মাস্টার,আনছার আলী মাস্টার,ক্লাবের সদস্য শাহিন মন্ডল,মামুনুর রশিদ, এনামুল হক,রন্জু মন্ডল,সাইফুল ইসলাম আব্দুর রাজ্জাকসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন