লাহিড়ীপাড়ার পীরগাছায় আ.লীগ মনোনিত প্রার্থী রিপুর নির্বাচনী পরামর্শ সভা
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ গতমঙ্গলবার রাতে লাহিড়ীপাড়া ইউপির পীরগাছা বথুয়াবাড়ী যুবসমাজ আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আ.লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপুর নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সুকুমার চন্দ্রের সভাপতি সভায় বক্তব্য রাখেন, আ.লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপু, তিনি বলেন আওয়ামীলীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। এ সরকার দেশের উন্নয়নে নানাবিধ উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়ন করিতেছে। সরকারের সাফল্যে ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন ৪ঠা জুন লাহিড়ীপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানে সকলের প্রতি তিনি উদাত্ব আহবান জানান। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল,যুগ্ম সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,থানা আ.লীগনেতা দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সমাজসেবক অনন্ত চন্দ্র,আপন চন্দ্র, সেভেন চন্দ্র, অর্জুন চন্দ্র, সুজন, ছাত্রলীগনেতা সাজুমিয়াসহ তৃনমুল পর্যায়ের নেতাকর্মী ও ভোটারবৃন্দ ।