লাহিড়ীপাড়ায় আ.লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী রিপুর গনসংযোগ
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ আসন্ন লাহিড়ীপাড়া ইউপি নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপু গতকাল লাহিড়ীপাড়া ইউপির ফকিরপাড়ার ভোটারদের সাথে গনসংযোগ করেন। গনসংযোগকালে তিনি বলেন, সরকার দেশে ব্যাপক উন্নয়ন করিতেছে, তৃনমুল পর্যায়ে উন্নয়নের ছোওয়া পৌছে দিতে সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেলে গনসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষক আবু বক্কর ছিদ্দিক,ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, থানা আ.লীগনেতা দেলোয়ার হোসেন, আ.লীগনেতা সাইফুল ইসলাম,সুরুজ আলী,আব্দুল খালেক,যুবলীগনেতা আপেল মাহমুদ,রাজু আহম্মেদ,দেলোয়ার হোসেন,সোহাগ মিয়া,রাকিবুল ইসলাম,শ্রমিকলীগনেতা এমদাদুল হক,সমাজসেবক খলিলুর রহমান,এরশাদুল বারী,আশরাফুল ইসলামসহ তৃনমুল পর্যায়ের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।