লাহিড়ীপাড়া ইউপির বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাফতুনের গনসংযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:27 PM, 27 May 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ আসন্ন ৪ঠা জুন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার বিএনপি মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মাফতুন আহম্মেদ যশোপাড়া ও নয়াপাড়াসহ আশপাশের এলকার ভোটারদের সাথে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেন। গনসংযোগকালে সাথে ছিলেন ইউনিয়ন বিএনপিনেতা আবু জিন্নাহ,হাসানুল হান্নান রেজভি, আলীউল রেজা,আব্দুস ছাত্তার,আফজাল হোসেন,তুহিন,রফিকুল ইসলাম,ঠান্ডু মিয়া, সাইফুল ইসলাম, যুবদলনেতা সাইফুল ইসলাম , মাসুম আহম্মেদ, রুহুল আমিন,আনোয়ার হোসেন, ছাত্রদলনেতা সুমন সরকার,আরিফুল ইসলাম,স্বাধীন,আইযুব হোসেন মানিক.মেহেদী হাসান বিপুল, সুমন, তাতীদলনেতা ঠান্ডু মিয়া,ছামছুল হক,রনজু মিয়া, রফিকুল ইসলাম, সেহাগ,মামুন ,সাইফুল, জাকির হোসেন,ময়ন,বারী,ছিদ্দিক,আলহ্জাব মান্না, আজাদ,সুমনসহ তৃনমুল পর্যায়ের শতাধিক নেতাকর্মী ।

আপনার মতামত লিখুন :