লাহিড়ীপাড়া ইউপির ৩ ও ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর গনসংযোগ ও শোডাউন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:29 PM, 27 May 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ আসন্ন ৪ঠা জুন লাহিড়ীপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট তরুন সমাজসেবক মোঃ আল আমিন গতকাল শুক্রবার দিঘলকান্দিপুর্বপাড়া গ্রামের ভোটারদের কাছে বৈদ্যুতিক পাখা(ফ্যান) মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন। গনসংযোগকালে উপস্থিত ছিলেন সমাজসেবক এ্যাডঃ ওমর ফারুক, মাওলানা জাকিরুল ইসলাম,ব্যাংকার মোজাম্মেল হোসেন,ইমরান হোসেন,রনজু মিয়া, সজিব,মিলন,পিন্টু,মোস্তা,মুকুল প্রমূখ। এছাড়াও ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী রবীন্দ্র নাথ দাসের ফুটবল মার্কার বিশাল নির্বাচনী মোটর সাইকেল শোডাউন অনষ্ঠিত হয়। শোডাউনে উপস্থিত ছিলেন রাজকুমার, প্রতুল চন্দ্র ,ভবেন চন্দ্র,বিধান চন্দ্র,বেলাল হোসেন,চুন্নু মিয়া,প্রভাত চন্দ্র,সাধন চন্দ্র,রফিকুল ইসলাম, জিল­ুর রহমান, আব্দুল খালেক,হাবিজার রহমান,আমনুর রহমান,খোরশেদ আলম,সুর্য,ছামছুল আলম, প্রমূখ।

আপনার মতামত লিখুন :