লাহিড়ীপাড়া ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী দুখুর নির্বাচনী মিছিল
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ আসন্ন ৪ঠা জুন লাহিড়ীপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট তরুন সমাজসেবক মোঃ আব্দুল হাই সিদ্দিক দুখুর টিউবওয়েল মার্কায় বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে নির্বাচনী মিছিলে স্বতস্ফুত উপস্থিতি ছিলেন সমাজসেবক জাহের আলী, আবুল হোসেন, টুনু মিয়া, বাবুল,ফজলার, মানিক,সিরাজুল,মুছা, আমজাদ হোসেন,সোলেমানসহ হাজারো ভোটার ও সমর্থকবৃন্দ।