লেখাপড়া করতে হবে জেনে বুঝে মনোযোগ সহকারে- ইউএনও গাবতলী
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব বলেছেন, প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়া শেখাতে হবে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে জেনে বুঝে মনোযোগ সহকারে। কোমল মোতি শিক্ষার্থীদের যেভাবে শিক্ষাদান করা হবে ঠিক সেভাবেই গড়ে উঠবে। তাই শিক্ষার্থীদের সু-শিক্ষা প্রদান করতে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। গতকাল বুধবার গাবতলীর দড়িপাড়া জাহের উদ্দি বালিকা উচ্চ বিদ্যায়ের বিভিন্ন অবকাঠামো পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল মান্নান আকবর, প্রধান শিক্ষক কাররুল হাসান,সহকারী শিক্ষক শাহীন,উৎপল কান্তি,আব্দুর রাজ্জাক,রফিকুল ইসলাম, অনিতা রানী,নারগিস বেগম,কারিমা আকতার প্রমূখ। পরিদর্শনকালে ইউএনও প্রতিটি ক্লাসের ছাত্রীদের লেখাপড়ার খোঁজ খবর নেন।