শালমারা বৈশাখী মেলায় মিষ্টির দোকান ভাংচুর লুটপাট ঃ আহত ৪
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার সীমান্তবর্তী গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা বাজারে বৈশাখী মেলার মিষ্টির দোকানে ভাংচুর , লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে।
সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্থ দোকানের মালিক আতোয়ার হোসেন ও স্থানীয় লোকজন জানায়, মেলা চলাকালীন শুক্রবার বিকেলে আতোয়ার হোসেনের মিষ্টির দোকানে জিলাপী কিনতে আসে শালমারা গ্রামের লুৎফর রহমানের পুত্র সাদ্দাম(১৮)।দাম নিয়ে দর কষাকষির এক পর্যায়ে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে মিষ্টির দোকানের মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ পারে। এক পর্যায়ে সে ও তার পিতা লুৎফর রহমান চড়াও হয়ে আতোয়ারের মিষ্টির ২টি দোকানও তার চাচা আয়নুলের দোকানসহ ৫টি দোকানে ব্যাপক ভাংচুর করে। এ সময় তারা দোকানের মালিক আতোয়ার হোসেন, আয়নুল ও কর্মচারী আমিরুল,মহাতাব এবং মিঠুকে বেধড়ক মারপিট করে। ।এক পর্যায়ে তারা দোকানে লুটপাট চালিয়ে ৩ টি দোকানের বিক্রিত প্রায় ২ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভাংচুর হওয়া দোকানের মালিক আতোয়ার হোসেন ও আয়নুল। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।