শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষাদান করে তাদেরকে সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। ….এমপি শরিফুল ইসলাম জিন্নাহ্

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:13 PM, 27 December 2016

মহাস্থান (বগুড়া) থেকে নুরনবী রহমান: রবিবার দুপুরে বগুড়া সদরের গোকুল টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উৎযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সকল প্রাক্তন ছাত্রী ও নতুন ছাত্রীদের বর্ণাঢ্য মিলন মেলা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম কাওছার আলী খোকন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া- ২ শিবগঞ্জ মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।

তিনি বলেন ,স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন সরকার মানুষের গনতান্ত্রিক অধিকার দিতে পারেনি। শিক্ষা ক্ষেত্রেও রয়েছে নানা ব্যর্থতা। আজকের শিক্ষার্থীদের দেশ ও জাতীর স্বার্থে শিক্ষা গ্রহণ করতে হবে। এ জন্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের কমলমতি শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষাদান করে তাদের কে সু- নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি অভিভাবকদের প্রতি আহবান করেন তাদের সন্তানদের দিকে নজর রাখবে ও যতœ নিবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ। সমাজ সেবক সরকার সাইফুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান আলী, জাহেদুর রহমান, সোহাগ হাসান রুবেল, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রহিম, বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাও: আ: রউফ, বালিকা প্রাথমিক বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিঃ সোহেল আহম্মেদ, ইউপি সদস্য হাজেরা বেগম, সাজেদুল ইসলাম সুজন, এমদাদুল হক দুলাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, সহকারী শিক্ষক মাওঃ এবিএম ইউনুছ আলী, মাসুদুর রহমান, নুরআলম, নিরাশ চন্দ্র, সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।

আপনার মতামত লিখুন :