শিক্ষার্থীদের সু-নাগরীক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা রাখতে হবে –এমপিঃ জিন্নাহ
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া ০২ শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, আজকের ছাত্র/ ছাত্রী আআগামী দিনে দেশ ও জাতীর নেতৃত্ব দিবে,এজন্য সকল শিক্ষকদের উচিৎ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা,শিক্ষার্থীদের ভাল ভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের পাশাপশি অভিভাবকদেরও দায়িত্ব শীলের ভূমিকা পালন করতে হবে।স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে এ বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্র/ছাত্রীদেরকে এ বিদ্যালয়ে ভর্তি করে দিতে হবে। অর্থ নৈতিক কোন সমস্যা নয়, সমস্য হলো শিক্ষার মান উন্নয়ন করা।তিনি আরো বলেন,লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলা করা দরকার,একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতীর সুনাম বয়ে আনতে পারে।
তিনি সোমবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য সাংবাদিক সাইদুর রহমান সাজুর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,অন্যানের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার।উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন লালু,গোলাম রব্বানী পুটু,ফুল মিয়া,মর্নিং সান কেজি স্কুলের প্রধান শিক্ষক হাফিজার রহমান,অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আবুল হোসেন খোকা,সহকারী শিক্ষক আব্দুল মজিদ,সুফি আলম,শহিদুল ইসলাম,আহসান হাবীব,সোহেলী পারভীন,আয়েশা সিদ্দিকা,মেহেরুল ইসলাম,লিকন প্রাং,অফিস সহকারী সিরাজুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য আলাল উদ্দিন,আবুল কালাম,কামরুজ্জামান,শিউলী বেগম,শিক্ষক প্রতিনিধি খায়রুল ইসলাম,সিরাতুল জান্নাত জুয়েল,জালাল উদ্দিন প্রমুখ।শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।