শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়, তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে — এমপি জিন্নাহ্
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কান্ডারী, তাই তোমাদেরকেই সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ যেন প্রশয় না পায় এজন্য তোমাদের সজাগ থাকতে হবে। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়, তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব মতিয়ার রহমান মতিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামের সার্বিক তত্ত¡বধানে এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান। উপস্থিত ছিলেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, পৌর কাউন্সিলর খ.ম শামীম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, হেলাল উদ্দিন, আবু হাসনাত খসরু, রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, তাহের আলী, শেফালী বেগম। ধারাবর্ণনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোস্তাফিজার রহমান রাজার ও প্যারেড পরিচালনা করেন খাদিজা বেগম ও জিলুর রহমান, মনোরম ডিসপ্লে পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক রুমি আক্তার, শারমিন সিদ্দিকা, বুলবুলি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।