শিবগঞ্জের দাড়িদহে কাপড়ের দোকানে দূঃসাহসিক চুরি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:53 PM, 14 July 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ বন্দরের
মামুন টেইলার্স এ্যান্ড ক্লথ ষ্টোরে দূঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। নগদ টাকাসহ
মোট ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ৫ জন নৈশ প্রহরী থাকা অবস্থায় এ ধরনের চুরি সংঘঠিত
হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নেতিবাচক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সরেজমিনে গিয়ে
জানা যায়, শনিবার রাতে মামুন টেইলার্স এ্যান্ড ক্লথ ষ্টোরের সত্ত্বাধীকারী প্রতি দিনের ন্যায়
দোকান বন্ধ করে বাড়ি চলে যায়, পরে রাত ৩টার পর তার দোকানের পার্শ্বের প্রতিবেশির ফোন
পেয়ে দোকানে এসে দেখে দোকানের দুটি তালা ও শাটার খোলা, দোকানের ভিতরে প্রবেশ করে
দেখে ২টি র‌্যাকের কাপড়, নগদ ৪৫হাজার টাকা ও মটর সাইকেলের মূল কাজগপত্র নেই। দোকানের
সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, দুইজন চোর র‌্যাক থেকে কাপড়, দোকানের ক্যাশবাক্স
থেকে নগদ টাকা ও কিছু কাগজপত্র বস্তাবন্দি বাহিরে নিয়ে যাচ্ছে। এলাকার ব্যবসায়ীদের সাথে
কথা বলে জানা যায়, দাড়িদহ বন্দরে প্রতিদিন ৫জন করে নৈশ প্রহরি পাহারা দেওয়ার কথা থাকলেও ঐ
দিন রাতে ৪জন পাহারায় ছিলো। পাহারা অবস্থায় এমন চুরির ঘটনা আমাদের মর্মাহত করেছে।
পরে থানা পুলিশ ৩ জন নৈশ প্রহরিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে। এ রির্পোট
লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

আপনার মতামত লিখুন :