শিবগঞ্জের নবনির্বাচিত পৌর মেয়রকে মহাস্থান প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:30 PM, 27 January 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বুধবার বিকালে বগুড়ার শিবগঞ্জের নবনির্বাচিত পৌর মেয়র বিশিষ্ট সাংবাদিক তৌহিদুর রহমান মানিককে মহাস্থান প্রেসক্লাবের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু,সহ-সভাপতি শমশের নূর খোকন, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, সহ-সাধারণ সম্পাতক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সাকিউল ইসলাম সাকিল,তথ্য প্রযু্িক্ত সম্পাদক সানাউল সানা,ধর্মীয় সম্পাাদক ফজলুর হক, নির্বাহী সদস্য আব্দুল বাছেত,এস,আই সুমন, সোহেল রানা, আমিনুল ইসলাম, আজিজুল হক বিপুল, নুরুন নবী, আবু সাইদ সাফায়াত সজল সাংবাদিক সোহেল আক্তার মিঠু ও নবনির্বাচিত পৌর কমিশনার ও গন্যমান ব্যক্তিবর্গ। পৌর মেয়র বলেন, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে আমি সব সময় সাংবাদিকদের পাশে থাকব এবং তাদের সমস্যা সমাধানের জন্য ক্ষমতায় থাকা অবধি চেষ্টা করবো।

আপনার মতামত লিখুন :