শিবগঞ্জে আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শিবগঞ্জ সরকারি এম.এইচ মহাবিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্বে এক আলোচনা সভা শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, আওয়ামীলীগ নেতা আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন, ফজলার রহমান দুলা সরদার, তাতন চাকী, মোনায়েম হোসেন ইকবাল, আবু জাফর মন্ডল, আবু সাইদ, আঃ রাজ্জাক, সোহেল রানা মিন্টু, ডা. মোকলেছার রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল বারী প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।