শিবগঞ্জে আল্-আদাব ইন্টাঃ ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে অবস্থিত একটি ভিন্ন ধর্মী বিজ্ঞান ও নৈতিক শিক্ষার সমম্বয়ে প্রতিষ্ঠিত আল্-আদাব ইন্টাঃ ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার প্রদান উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু নছর মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কনসালটেস্ট ও শিশু বিশেষজ্ঞ বগুড়া শজিমেক হাসপাতালের ডাক্তার লিয়াকত আলী, আল্-আদাব ইন্টাঃ ক্যাডেট মাদ্রাসার চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, মাদ্রাসা পরিচালক আল-আমিন, আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষকদের মধ্যে মমতাজ বেগম, শান্তনা বেগম, ইমরান হোসেন, শহিদুল হোসেন, ওয়েজ কুরুনী, মঞ্জু রহমান, অভিভাবকদের মধ্যে আব্দুল গোফ্ফার, খায়রুজ্জামান প্রমূখ।