শিবগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৪৬ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীস্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্য্যালয়ে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, একাডেমিক সুপারভাইজার ফারহা দিবা চৌধুরী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলামসহ সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার অধ্যক্ষ/সুপার, প্রধান শিক্ষক, ও শরীরচর্চা শিক্ষকবৃন্দ। উক্ত প্রতিযোগীতায় ফুটবল খেলায় চাম্পিয়ন হয় বিহার এমএএম উচ্চ বিদ্যালয় এবং কাবাডিতে চাম্পিয়ন হয় হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসা, হ্যান্ডবল খেলায় চাম্পিয়ন হয় গুজিয়া উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, শরীরচর্চা শিক্ষক আব্দুল হান্নান। কাবাডিতে বিজয়ের বিষয়ে হরিপুর চলনাকাঁথী ফাজিল মাদ্রাসার সভাপতি মাসুদ রানা ও অধ্যক্ষ মাওঃ এনামুল হক তাদের বিজয়ী অনুভূতির ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, আমাদের ছেলেদেরকে দীর্ঘ দিন ধরে কাবাডির প্রশিক্ষণ দেওয়ার ফলে আমাদের আজ এ বিজয়।