শিবগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুকে বিভিন্ন মহলের সংবর্ধনা ও শুভেচ্ছা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নব নির্বাচিত হেবিওয়েট স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজুকে বিভিন্ন শ্রেণি পেশার মহলের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মহাস্থানে উক্ত সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন মহাস্থান আলীম মাদরাসার পক্ষে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকসহ শিক্ষকগণ ও ছাত্র ছাত্রী বৃন্দ। মহাস্থান প্রেস ক্লাবের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজুসহ সাংবাদিকবৃন্দ। মহাস্থান উচ্চ বিদ্যালয়ের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ রিজু বলেন জনগণ আমাকে বিপুল ভোট নির্বাচিত করেছেন। আমি জনগণের সেই আস্থা বজায় রেখে তাদের সার্বিক উন্নয়নের কাজ করে যাব।