শিবগঞ্জে প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন ও খামারি সমাবেশ অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ আ.ম. শফিউজ্জমান। এ উপলক্ষে এক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রাণি সম্পদ অফিসার হাদিউজ্জামানের সভাপতিত্বে এক খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র সহকারী পরিচালক ডাঃ মো. আব্দুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ বারি, গাবতলী প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তাফা, খামারি আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।