শিবগঞ্জে মোকামতলা ও রায়নগর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরন

শিবগঞ্জ বগুড়া (প্রতিানধি)ঃ পবিত্র ঈদ ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন জায়গার মতো গরীব দুস্থদের মাঝে
গতকাল সোমবার বগুড়া শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর ১৫ কেজি করে ১৮১০ জন
গরীব দুস্থমানুষদের মাঝে চাল বিতরণ করা হয়। মোকামতলা ইউপি. চেয়ারম্যান মোখলেছার রহমান (খলিফা)
সভাপত্তিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নিবার্হী অফিসার (ইউএনও) আলমগীর
কবির, এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয় কর্মকর্তা (ট্যাগ অফিসার) গোলাম
রব্বানী, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এ. এস. এই. মোঃ পলাশ রহমান, মোকামতলা ইউপি. সচিব
টি.এম. হেলাল হাফিজ, ইউপি. সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ পান্না আকান্দ, ঠা-া মিয়া, মোঃ
রফিকুল ইসলাম, আল-আমিন, ইউডিসি উদ্যোক্ত মোঃ ইউসুফ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। অপরদিকে রায়নগর ইউনিয়নে ভিজিএফ এর ১৫ কেজি করে ১৬৩২ জন গরিব দূস্থদের মাঝে
চাল বিতরন করেন ভারপ্রাপ্ত চেয়্যারমান আবু রায়হান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সচিব রাসেল খান
,ইউপি সদস্য মোস্তফা কামাল তোতা ,সানাউল ইসলাম সানা,শহিদুল ইসলাম, ইউডিসি উদ্যোক্তা
সাজেদুর রহমান সাজু প্রমূখ।