শিবগঞ্জে লিচু চুরির অপরাধে স্কুল পড়–য়া কিশোরকে গাছে বেঁধে বেধর মারপিট \ থানায় অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:25 AM, 29 May 2017

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকভোলাখাঁ গ্রামে লিচু চুরির অপরাধে স্কুল পড়–য়া কিশোর রাসেল (১৬) ৩ ঘন্টা যাবত গাঁছে বেঁধে বেধর মারপিটের খবর পাওয়া গেছে। এসময় রাসেলের নানা সহ পরিবারের লোকজন এগোতে আসলে তাদেরকেও মারধর করে লিচু মালিক। এঘটনায় রাসেলের নানা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মো. রাসেল শুক্রবার সকালে একই এলাকার মো. তসকিন উদ্দিনের লিচু বাগানের পাশ দিয়ে তার বাড়িতে যাচ্ছিল। এসময় লিচু বাগানের মালিক তসকিন সহ তার ছেলে তাকিল রাসেলকে আটক করে এবং গাঁছে বেঁধে পায়ের তালু ও হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে বেধর মারধর করে। সংবাদ পেয়ে রাসেলের নানা আব্দুল জব্বার সহ পরিবারের লোকজন নাতীকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে তসকিন তাদেরকেও এলোপাথারী ভাবে মারধর শুরু করে। পরে স্থানীয় লোকজন রাসেল সহ পরিবারের লোকজনকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে গতকাল শনিবার রাসেলের নানা বাদী হয়ে শিবগঞ্জ থানা অভিযোগ দায়ের করে।

আপনার মতামত লিখুন :