শিবগঞ্জে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ডি এস আলিম মাদ্রাসার রফিকুল ইসলাম
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন
রায়নগর ডি এস আলিম মাদ্রাসার উপাধক্ষ্য রফিকুল ইসলাম ২০১৯ সালের
উপজেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণি
শিক্ষক বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। পাশাপাশি তার কর্মরত প্রতিষ্ঠান
রায়নগর ডি এস আলিম মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে
পুরস্কার নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে ৪ জুলাই বৃহস্পতিবার শিবগঞ্জ
উপজেলা সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ
প্রতিষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে ক্রেস ও সনদ পত্র প্রদান করেন উপজেলা
চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,
উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, চৌধুরী আদর্শ মহিলা
কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, ডিএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ তাজুল
ইসলাম, প্রভাষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, আব্দুল
মান্নান, হাবিবুল আলম প্রমূখ। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন
ইভেন্টে আরো যারা পুরস্কার পেয়েছেন তারা হলো রচনা প্রতিযোগিতায়
খ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেন অত্র মাদ্রাসার ১০ম শ্রেণি
ছাত্রী সুহাদা আকতার, রচনা প্রতিযোগিতায় ক ভিাগ থেকে প্রথম স্থান
অর্জন করেন ৭ম শ্রেণি শিক্ষার্থী মাহিসা আকতার।