শিবগঞ্জে  ৯৩ বস্তা সরকারী চাল সহ ১ জন আটক 

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:36 PM, 25 September 2019

শিবগঞ্জ  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন থেকে ৯৩ বস্তা  সরকারী চাল ক্রয় করে  চাতালে গোদাম জাত করা কালে বস্তা সহ ১ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি   বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট বন্দরের   মৃত্যু মকবুলের ছেলে বাবু মিয়া (৫০)। জানা যায়, ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় শিবগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামুর হাটে জনৈক মকবুলের চাতাল নামক স্থানে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদে বিতরণকৃত সরকারি ৩০ কেজি ওজনের ৯৩ বস্তা চাল সহ বাবু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে। পরে জব্দকৃত চাল সহ বাবু মিয়াকে থানায় নিয়ে যাওয়া হয়।  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে সরকারি চাল মজুদ করার দায়ে  আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :