শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাজু’র বড় ভাইয়ের দাফন সম্পন্ন
শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সিনিয়ার সাংবাদিক সাইদুর রহমান সাজু’র বড় ভাই আলমগীর হোসেন আলম(৫৫)গত রবিবার রাত পোনে ৮ টায় গড় মহাস্থান নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন) মৃত্যকালে তিনি স্ত্রী,৩ মেয়ে ১ ছেলে, ৬ ভাই, ২ বোন সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ জোহর মহাস্থান মাযার মসজিদ প্রাঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,রায়নগর ইউপির ৮নং ওর্য়াড সদস্য মোঃ তোফাজ্জল হোসেন তোফা,মহাস্থান হাট পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব আজমল হোসেন,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল মজিদ,মহাস্থান আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
এদিকে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাজুর বড় ভাই আলমগীর হোসেনের অকাল মৃত্যূত তাহার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা, সহ-সভাপতি খলিলুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডিউ, যুগ্ন সাধারন সম্পাদক এস আই সুমন, প্রচার সম্পাদক গোলাম রব্বানী শিপন,কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু,দপ্তর সম্পাদক কামরুল হাসান, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি, মইনুল ইসলাম রকেট,গোলজার হোসেন, নুরনবী রহমান, জিএম মিজান, ইমরানুল হক, আব্দুর রহমান, শাহজাহান আলী, সাজু মিয়া, রুহুল আমিন,তৌহিদ মন্ডল, প্রমুখ।
জানাযার নামাজে ইমামতি করেন মহাস্থান মাযার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ মামুনুর রশিদ। জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।